Kolkata Metro | ইডেন গার্ডেন্সে চলবে মেট্রো, টানেল যাবে রাজভবনের বাগানের নীচ দিয়েও!

Friday, August 8 2025, 4:00 am
highlightKey Highlights

এসপ্ল্যানেডেই থামবে না কলকাতা মেট্রোর পার্পল লাইন। আরও ১.৬ কিলোমিটার বাড়িয়ে এই লাইন নিয়ে যাওয়া হবে ইডেন গার্ডেন্স পর্যন্ত।


আরভিএনএল সূত্রে খবর, কলকাতা কলকাতা মেট্রোর পার্পল লাইন টানা হবে ইডেন গার্ডেন্স পর্যন্ত। এসপ্ল্যানেড থেকে ইডেন গার্ডেন্স যাওয়ার মেট্রোর টানেলের কিছুটা অংশ রাজভবনের বাগানের নীচ দিয়েও যাবে। আরভিএনএল এর এক প্রযুক্তিবিদ বলেন, ‘পার্পল লাইনের প্রস্তাবিত এসপ্ল্যানেড স্টেশন থেকে ১.৬ কিমি দূরে যে জায়গায় ইডেন গার্ডেন্স স্টেশনটি তৈরি হওয়ার কথা, সেই জায়গা পর্যন্ত টপোগ্রাফিক্যাল সার্ভের কাজ শেষ হয়েছে। আইআইএম জোকা থেকে ১.২ কিমি দূরে আরও একটি স্টেশনের অনুমোদনও মিলেছে। সেই অংশেও সার্ভের কাজ হয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File