Kolkata Metro | সফল হলো এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ লাইনে মেট্রোর ট্রলি ট্রায়াল রান! সাফল্য বউবাজার এলাকাতেও

Wednesday, December 25 2024, 6:17 pm
highlightKey Highlights

সোমবার মেট্রো রেলের চেয়ারম্যান পি উদয়কুমার রেড্ডি, প্রধান ইঞ্জিনিয়ার অনুজ মিত্তল ও অন্যান্য সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে এই ট্রায়াল রান সফল হয়।


এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ লাইনে সম্পূর্ণ হল মেট্রোর ট্রলি ট্রায়াল। যার মধ্যে রয়েছে বউবাজার এলাকাও। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার মেট্রো রেলের চেয়ারম্যান পি উদয়কুমার রেড্ডি, প্রধান ইঞ্জিনিয়ার অনুজ মিত্তল ও অন্যান্য সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে এই ট্রায়াল রান সফল হয়। কিছুদিন আগেই বউবাজারে সুড়ঙ্গে লাইন পাতার কাজ শেষ হয়েছে। এবার ট্রলি ট্রায়াল রানও সফল হলো। এই কাজ শেষ হয়ে গেলে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File