Kolkata Metro | মার্চেই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস! ডিসেম্বরেই শুরু ট্রায়াল

Friday, November 29 2024, 5:28 am
Kolkata Metro | মার্চেই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস! ডিসেম্বরেই শুরু ট্রায়াল
highlightKey Highlights

ডিসেম্বরেই নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড এবং জয় হিন্দ স্টেশনের মধ্যে ট্রায়াল রানও শুরু হচ্ছে।


খুব শীঘ্রই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বিমানবন্দর মেট্রো স্টেশনের সিঁড়ি তৈরির কাজ, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মেঝে তৈরির কাজ শেষ। ট্রাভেলেটর বসানোর কাজ শুরু হবে ডিসেম্বর পড়লেই। ২৫০টি ফায়ার ডোর ইনস্টলেশনের কাজও শুরু হতে চলেছে। ডিসেম্বরেই নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড এবং জয় হিন্দ স্টেশনের মধ্যে ট্রায়াল রানও শুরু হচ্ছে। ফলে ২০২৫ এর মার্চেই এই পথে বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ শুরু হবে বলে আশা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File