East West Metro । চলবে হেলথ চেকআপ, ২দিন বন্ধ থাকবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা

Friday, January 10 2025, 2:37 pm
East West Metro । চলবে হেলথ চেকআপ, ২দিন বন্ধ থাকবে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা
highlightKey Highlights

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্টওয়েস্ট মেট্রোর পরিষেবা ‘পুরোপুরি’ বন্ধ থাকবে।


কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১২ এবং ১৯ জানুয়ারি দুই রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। আসলে খুব তাড়াতাড়ি সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্টওয়েস্ট মেট্রোর পুরো অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করতে চলেছে মেট্রো কতৃপক্ষ। আর সেজন্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিমি অংশে 'কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল' (সিবিটিসি) সিস্টেম খতিয়ে দেখার জন্য ইন্টারলকিং টেস্ট করা হবে এ দুদিন। ফলে ভুগতে হতে পারে যাত্রীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File