আন্তর্জাতিকথরথরিয়ে কেঁপে উঠল চতুর্দিক,টিএনটি বোমার মতো শক্তিশালী উল্কা বিস্ফোরণ ভারমন্টের আকাশে, জানাল নাসা
গতকাল রাত্রে হঠাৎ গো গো শব্দে কেঁপে উঠছিল আমেরিকার ভারমন্ট এবং তার আশেপাশের এলাকা। সকলের মনে হয়েছিল যেন ভূমিকম্প হচ্ছে। এবিষয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০০ কিলোগ্রাম ওজনের ট্রাই নাইট্রো টলুইন (টিএনটি) বোমার মতো উল্কা বিস্ফোরণ ঘটেছে। যার বায়ুমণ্ডলে শব্দের গতিবেগ সেকেন্ডে ৩৪৩ মিটার বা ঘণ্টায় ১ হাজার ২৩৫ কিলোমিটার। বায়ুমণ্ডল ভেদ করে নীচে নামার সময় উল্কাখণ্ডটির গতিবেগ ছিল ঘণ্টায় ৪২ হাজার মাইল বা ৬৮ হাজার কিলোমিটার। যেটিকে উত্তর ভারমন্টের আকাশে সন্ধ্যা নামার পরেই দেখা যায় সেই অগ্নিগোলকটিকে।