Meta | এবার ইচ্ছেমতো হ্যাশট্যাগ দিলে 'রিচ' কমাবে মেটা, মিলবেনা টাকাও! জানালো মার্ক জুকারবার্গের সংস্থা

Sunday, April 27 2025, 4:34 am
highlightKey Highlights

ফেসবুকে ‘সাফাই অভিযানে’ নামছে মার্ক জুকারবার্গের সংস্থা। প্রচুর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে মিলবেনা রিচ!


সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এবার ‘স্প্যামি কনটেন্ট’ বাছতে সাফাই অভিযানে নেমেছে মার্ক জুকারবার্গের সংস্থা। বৃহস্পতিবার মেটা ঘোষণা করেছে প্রত্যেকটা পোস্টে এবার থেকে নজরদারি চালাবে তাঁরা। অনেক সময় দেখা যায় কেউ কুকুরের ছবি পোস্ট করেছে অথচ ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়েছে #VIRALCONTENT, #LIKEFORLIKE। রিচ বাড়ানোর জন্যে এভাবে ফেসবুক অ্যালগরিদমের সঙ্গে ‘গেম’ খেলছেন অনেকে। এই ধরণের অপ্রাসঙ্গিক # পেলে সেই পোস্টটির রিচ কমিয়ে দেবে মেটা। এইধরণের পোস্টে দেওয়া হবেনা টাকাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File