Meta । আর বড় করে টেক্সট লিখতে হবে না! AI-এ ভয়েস মেসেজের সুবিধা আনতে চলেছে মেটা
Tuesday, August 6 2024, 5:52 am
Key Highlightsমেটা এআই-এ ভয়েস মেসেজের সুবিধা আসতে চলেছে বলে খবর। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কিছু জানতে চাইলে আর বড় করে টেক্সট লিখতে হবে না।
প্রতিনিয়ত ব্যবহারকারীদের সুবিদার্থে একের পর এক ফিচার আনছে মেটা। এবার মেটা এআই-এ ভয়েস মেসেজের সুবিধা আসতে চলেছে বলে খবর। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে কিছু জানতে চাইলে আর বড় করে টেক্সট লিখতে হবে না, শুধু ভয়েস মেসেজ পাঠালেই পেয়ে যাবেন উত্তর। টেক রিপোর্ট বলছে, ফিচারটি এই মুহূর্তে বিটা ভার্সনে পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। যা সম্পন্ন হলে শীঘ্রই মেটা এআই চ্যাটবটে যুক্ত হবে ভয়েস মেসেজের অপশন।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- মেটা

