Mark Zuckerbergs | 'ভারতীয় সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে'! Meta কর্তা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে কৰা পদক্ষেপ

Wednesday, January 15 2025, 5:51 am
highlightKey Highlights

জুকারবার্গের মন্তব্য নিয়ে মেটাকে তলব করা হবে বলে জানান বিজেপি সাংসদ তথা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে।


META কর্তা মার্ক জুকারবার্গের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ। জুকারবার্গের মন্তব্য নিয়ে মেটাকে তলব করা হবে বলে জানান বিজেপি সাংসদ তথা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে। তিনি লেখেন, “ভুল তথ্যের জন্য আমার কমিটি মেটাকে তলব করবে। ওই সংস্থাকে ভারতীয় সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।” সম্প্রতি এক সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভারতে শাসকদল পরাজিত হয়েছে। করোনার সময় সরকারের উপর মানুষের আস্থা কমেছে বলেও মন্তব্য করেছিলেন মার্ক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File