Messi in Kolkata | পাননি টিকিট? বাড়িতে বসেই দেখতে পাবেন মেসির GOAT ট্যুর! জেনে নিন বিস্তারিত
Wednesday, December 10 2025, 3:22 pm
Key Highlightsযারা স্টেডিয়ামে যেতে পারছেন না, তাঁদের জন্য রয়েছে মেসিকে দেখার সুযোগ।
১৪ বছর পর ভারতে আসছেন ফুটবল তারকা লিওনেল মেসি। সল্টলেক স্টেডিয়ামে তাঁর GOAT Tour এর তোড়জোড় শুরু হয়েছে। একনজরে মেসির কলকাতা সূচি: ১২ ডিসেম্বর রাত ১টায় কলকাতায় পা দেবেন। ১৩ তারিখ অর্থাৎ, শনিবার সকাল সাড়ে ৯টায় একটি হোটেলে রয়েছে স্পনসরদের অনুষ্ঠান। সকাল ১০টায় মেসি পৌঁছবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১০টা ৫০ মিনিটে প্রীতি ম্যাচের প্লেয়ারদের সঙ্গে দেখা করবেন। তারপর লেকটাউনে যাবেন তাঁর ৭০ ফুটের মূর্তি উন্মোচন করতে। সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে মেসির ভারত সফর। এরজন্য নিতে হবে সাবস্ক্রিপশন।

