খেলাধুলা

Messi in YuvaBharati | মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম 'লুট' সমর্থকদের, কেউ নিলেন কার্পেট, কেউ বা তুললেন আস্ত চেয়ার!

Messi in YuvaBharati | মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়াম 'লুট' সমর্থকদের, কেউ নিলেন কার্পেট, কেউ বা তুললেন আস্ত চেয়ার!
Key Highlights

যুবভারতীতে এসে তো খালি হাতে ফেরা যায় না। তাই কেউ কেউ মাঠ ছাড়লেন টব নিয়ে।

যুবভারতীতে চরম অব্যব্যস্থা। নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও ফুটবলের রাজপুত্রকে জায়ান্ট স্ক্রিনে দেখতে হলো সমর্থকদের। স্টেডিয়ামে পৌঁছেও মেসিকে দেখতে না পেয়ে হতাশ দর্শককূল। ক্ষোভের বশে বাড়ি ফেরার আগে ফুলের টব, স্টেডিয়ামের সিট তুলে নিয়ে গেলেন সমর্থকেরা। এক সমর্থক যুবভারতীতে পাতা কার্পেট কাঁধে তুলে মাঠ ছাড়লেন। কারণ জিজ্ঞাসা করতেই তিনি জানালেন, ‘কিছু তো পেলাম না, তাই কিছু নিয়ে গেলাম।’