Messi in Kolkata | একই মঞ্চে মেসি-শাহরুখ-সৌরভ! GOAT ট্যুরে একের পর এক চমক, হু হু করে বিকোচ্ছে টিকিট

Thursday, December 11 2025, 3:18 pm
highlightKey Highlights

মেসির পাশেই দেখা থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান, থাকবেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।


শহরে আসছেন মেসি। টাকার পরোয়া না করেই বেশি দামে হু হু করে টিকিট কিনছেন ভক্তরা। আগামী শনিবার সল্টলেক স্টেডিয়ামে মেসি ছাড়াও থাকবেন প্রাইম টাইমের বার্সেলোনার সদস্য লুই সুয়ারেজ ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল তারকা রদ্রিগো ডি’পল। সূত্রের খবর, মঞ্চে মেসির পাশেই দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খান, বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। মেসি জানিয়েছেন, ঐদিন হেঁটেই মাঠ ঘুরবেন তিনি। হাই প্রোফাইল তারকার নিরাপত্তায় তৎপর কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File