Messi in Hyderabad | হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সাথে বল পায়ে ড্রিবল মেসির! রাহুল গান্ধীকে জার্সি উপহার ফুটবল তারকার

Saturday, December 13 2025, 5:02 pm
highlightKey Highlights

রয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মেসি জার্সি উপহার দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে।


যুবভারতীতে বিশৃঙ্খলার মধ্যে দুপুরেই বিমানে চড়ে কলকাতা থেকে হায়দরাবাদ পৌঁছে গিয়েছিলেন মেসি। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধ্যায় ছিল বিশেষ প্রদর্শনী ম্যাচ। মাঠে নেমে দু’পক্ষের প্লেয়ারদের সঙ্গে হাত মেলান ফুটবলের রাজপুত্র। পাশে ছিলেন রড্রিগো ডি পল, সুয়ারেজরাই। গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন মেসি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলেন। রাহুল গান্ধীকে একটি সই করা জার্সি উপহারও দেন তারকা। মেসি বলেন, “আজ এখানে যে ভালোবাসা পেয়েছি, তা মনে থাকবে। এত ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ।..”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File