রাজ্য

Mermaid Baby | কাটোয়ায় জন্ম নিলো ‘মারমেড বেবি’! ৪ ঘন্টার মধ্যে চিরঘুমে ‘মৎস্যকন্যা শিশু’!

Mermaid Baby | কাটোয়ায় জন্ম নিলো ‘মারমেড বেবি’! ৪ ঘন্টার মধ্যে চিরঘুমে ‘মৎস্যকন্যা শিশু’!
Key Highlights

কাটোয়া মহকুমা হাসপাতালে অস্ত্রোপচারের সাহায্যে জন্ম নেয় ওই শিশুকন্যা। ওজন ছিল প্রায় আড়াই কেজি।

‘মৎস্যকন্যা শিশু’ বা ‘মারমেড বেবি’ জন্ম নিলো পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কিন্তু রূপকথায় পরিণত হলো না ওই শিশুর কাহিনী। জন্মের চার ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তার। কাটোয়া মহকুমা হাসপাতালে অস্ত্রোপচারের সাহায্যে জন্ম নেয় ওই শিশুকন্যা। ওজন ছিল প্রায় আড়াই কেজি। শিশুটির কোমরের নিচে থেকে দুই পা একসঙ্গে ছিল জোড়া। আকৃতি অনেকটা মাছের লেজের মতন। হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার বলেন, ”এই ধরনের শিশুকে ‘মারমেড বেবি ‘বলে। মারমেড বেবি সবসময়ই ফিমেল হয়। তবে মারমেড বেবি বেশিক্ষণ বাঁচে না।”