Paris Paralympic 2024 | 'মানসিক রোগী, হনুমান' বলে গ্রামবাসীদের কটাক্ষ, অন্ধ্রপ্রদেশের সেই দীপ্তি প্যারালিম্পিক্সে জিতলেন ব্রোঞ্জ

Wednesday, September 4 2024, 9:26 am
highlightKey Highlights

প্যারালিম্পিক্সে মেয়েদের ৪০০ মিটার দৌড়ে T20 বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপ্তি জীবনজি।


জন্ম থেকে শারীরিক সমস্যার জেরে কটাক্ষের মুখে পড়তে হয় অসংখ্যবার। সেই অন্ধ্রপ্রদেশের মেয়ে এবার দেশের জন্য জিতলেন ব্রোঞ্জ। প্যারালিম্পিক্সে মেয়েদের ৪০০ মিটার দৌড়ে T20 বিভাগে ব্রোঞ্জ জিতেছেন দীপ্তি জীবনজি। তিনি ৫৫.৮২ সেকেন্ডে দৌড় শেষ করেন। দীপ্তির ব্রোঞ্জ জয়ের পর তাঁর অভিভাবকরা জানান,জন্ম থেকে আর পাঁচটা শিশুর মতো দীপ্তি স্পষ্ট করে কথা বলতে পারত না এবং কিছু শেখার ক্ষমতাও ছিল না। এমনকি গ্রামবাসী দীপ্তিকে বলতো 'মানসিক রোগী, হনুমান'! সেই মেয়ে বিশ্ব ময়দানে জিতলো ব্রোঞ্জ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File