Air Pollution-Mental Health | বায়ুদূষণ বাড়াচ্ছে মানসিক রোগের প্রবণতা! সমীক্ষা দেখে চোখ কপালে বিশেষজ্ঞদের

Wednesday, March 12 2025, 4:30 am
highlightKey Highlights

বায়ুদূষণের কারণে কলকাতায় ১৫ বছরের নীচে কিশোর কিশোরীদের মধ্যে মুড সুইং বেড়েছে ৩১%, অবসাদ বেড়েছে ৩০%।


কোভিড আতঙ্ক কেটেছে, তবে কোভিড সময়কার মানসিক অবসাদ এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেকেই। হৃদরোগ বিশেষজ্ঞদের একটি সমীক্ষা বলছে, দূষণের কারণে কলকাতায় ১৫ বছরের নীচে কিশোর কিশোরীদের মধ্যে মুড সুইং বেড়েছে ৩১%, অবসাদ বেড়েছে ৩০%। ১৬ থেকে ৩০ বছরের ব্যক্তিদের মধ্যে মুড সুইংয়ের হার ৩৪%, অবসাদের হার ৩৬%। ৪৬ থেকে ৬০ বছর বয়সীদের মুড সুইংয়ের হার ৪২% এবং অবসাদের হার ৪৩%। ৬১ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের মুড সুইংয়ের হার ৫৪%, অবসাদের হার ৪৮%।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File