দীপ্সিতা ধর ও মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিম, যোগ্য জবাব দিলেন তরুণ CPIM প্রার্থীরা
Monday, April 12 2021, 12:12 pm
Key HighlightsBJP প্রার্থী পায়েল সরকার ও শ্রাবন্তী এবং তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরতের সঙ্গে তুলনা টাকা হয় দীপ্সিতা ধর ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের। তারকা প্রার্থীদের কাছে গ্ল্যামার ও জৌলুসে অনেকটাই পিছিয়ে CPIM প্রার্থী তাই তাঁদের 'কাজের মাসি' বলে উল্লেখ করা হয়। মিমটি নজরে এসেছে CPIM-এর বালি বিধানসভার প্রার্থী দীপ্সিতা ধরেরও। সঙ্গে সঙ্গেই পালটা কড়া উত্তর দেন প্রার্থী। তার কথায়, 'ওরা কি ভেবে লিখেছে, কেন লিখেছে তার জবাব দেওয়ার কোনো প্রশ্নই নেই। কথা হলো, যে শ্রেণীর লড়াই আমরা লড়ি তাদের সাথে, তাদের দাবীদাওয়ার সাথে মানিয়ে নিতে আমাদের কখনই অসুবিধা হয় না। সবশেষে JNU বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর জবাব, 'ওদের জ্বলবে, আমাদের এমনিই চলবে'
- Related topics -
- রাজনৈতিক
- সিপিআইএম
- সিপিআইএম প্রার্থী
- দীপ্সিতা ধর
- মীনাক্ষী মুখোপাধ্যায়
- সোশ্যাল মিডিয়া
- ট্রোলড

