Park Circus | অবরুদ্ধ পার্ক সার্কাস! ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে পথে নামলেন কলকাতা তথা রাজ্যের সংখ্যালঘু সংগঠনের সদস্যরা!

শুক্রবার, ভর দুপুরে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টসে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভে নামল শহর তথা রাজ্যের সংখ্যালঘুরা।
বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয় ওয়াকফ (সংশোধনী) বিল। এরপরই দেশ জুড়ে নানান জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন সংখ্যালঘুরা। এবার শুক্রবার, ভর দুপুরে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টসে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভে নামল শহর তথা রাজ্যের সংখ্যালঘুরা। প্রায় সকলের হাতেই দেখা গেলো পতাকা, পোস্টার। চলছে স্লোগান। ওয়াকফ (সংশোধনী) বিল বিরোধী সভার পর কার্যত পাক সার্কাস সেভেন পয়েন্টস অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় নামানো হয়েছে পুলিশ ও ব়্য়াফ।
- Related topics -
- শহর কলকাতা
- বিক্ষোভ
- ওয়াকফ বিল
- মুসলমান