Kumar Sanu | মেলোডি কিং কুমার শানুকে পুরস্কৃত করল আমেরিকার হাউজ অফ কমন্স, মিললো লাইফ টাইম আচিভমেন্ট পুরস্কারও
Wednesday, February 19 2025, 5:52 pm
Key Highlightsসম্প্রতি মেলোডি কিং কুমার শানুকে হাউজ অফ কমন্স দ্বারা পুরস্কৃত করা হয়। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য অভিনেতাকে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড দ্বারা লাইফ টাইম আচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি আমেরিকান পার্লামেন্টের দ্বারা ২টি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন মেলোডি কিং কুমার শানু। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য গায়ককে পুরস্কৃত করেছে হাউজ অফ কমন্স। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড দ্বারা লাইফ টাইম আচিভমেন্ট পুরস্কারও দেওয়া হয়েছে তাঁকে। পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হন গায়ক। তিনি বলেন, 'আমি এই স্বীকৃতি পেয়ে ভীষণ কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি। সঙ্গীত আমার কাছে আবেগ। আমেরিকার পার্লামেন্টে দ্বিতীয়বার স্বীকৃতি পাওয়ায় আমি ভীষণভাবে আপ্লুত। আমি পুরস্কারদুটি আমার ভক্তদের উৎসর্গ করছি।'
- Related topics -
- বিনোদন
- কুমার শানু
- গায়ক
- আমেরিকা

