Mehul Choksi | ১৩,০০০ কোটির জালিয়াতি! পলাতক মেহুল চোকসিকে প্রত্যর্পণের রায় বেলজিয়াম আদালতের

আদালত বেলজিয়ামের আধিকারিকদের হাতে তাঁর গ্রেফতারিকে বৈধ বলে ঘোষণা করেছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) আর্থিক তছরুপে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতে ফেরানোর গ্রিন সিগন্যাল পাওয়া গেলো। শুক্রবার বেলজিয়ামের একটি আদালত তাঁর গ্রেফতারিকে বৈধ বলে ঘোষণা করেছে। এই মামলার তদন্তের এক আধিকারিকের মতে, চোকসিকে ভারতে আনার দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অভিযোগ, ১৩ হাজার ৮৫০ কোটি টাকার ঋণ জালিয়াতি করেছিলেন মেহুল। জালিয়াতি করে অ্যান্টিগায় পালিয়ে গিয়েছিল মেহুল। এরপরই সিবিআইয়ের পাঠানো প্রত্যর্পণের অনুরোধের ভিত্তিতে ১১ এপ্রিল বেলজিয়ামের পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।