Meher Castellino | প্রয়াত ফ্যাশন দুনিয়ার পথপ্রদর্শক প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া 'মেহের ক্যাস্তেলিনো'!
Thursday, December 18 2025, 3:28 am
Key Highlightsনীরবে চলে গেলেন ১৯৬৪ সালে প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয়ী মেহের ক্যাস্তেলিনো।
প্রয়াত হলেন প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয়ী মেহের ক্যাস্তেলিনো। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮১ বছর। মুম্বাইয়ের কন্যা মেহের ১৯৬৪তে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জয় করেন। এই খেতাব জয়ের সঙ্গে সঙ্গে পরবর্তী প্রজন্মের ভারতীয় মহিলাদের জন্যে ফ্যাশনের দরজা খুলে দেন তিনি। মিস ইউনিভার্স, মিস ইউনাইটেড নেশনসেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন মেহের। ১৯৭৩ সালে Eve’s Weeklyতে তাঁর প্রথম ফ্যাশন বিষয়ক লেখা প্রকাশিত হয়। ধীরে ধীরে প্রথম সারির ফ্যাশন সাংবাদিক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ র্যাম্পজগৎ।
- Related topics -
- বিনোদন
- মডেল
- মৃত্যু
- ফেমিনা মিস ইন্ডিয়া

