Meghalaya HC | বৃষ্টির কারণে ৪ হাজার মেট্রিক টন কয়লা ভেসে চলে গিয়েছে অসম-বাংলাদেশে! হাইকোর্টে দাবি মেঘালয়ের মন্ত্রীর!

মেঘালয়ের মন্ত্রীসভার সদস্য কির্মেন শিলা দাবি করেন, নদী সংলগ্ন খনিগুলি থেকে প্রতিবছরই অতিরিক্ত বৃষ্টির কারণে প্রচুর কয়লা ভেসে ভেসেই পড়শি রাজ্য অসম ও বাংলাদেশে পৌঁছে যায়।
মেঘালয়ের অন্যতম দু’টি খনি থেকে ৪ হাজার মেট্রিক টন কয়লা 'উধাও' হওয়ার ঘটনা নিয়ে সরব হয়ে ওঠে সে রাজ্যের হাইকোর্ট। মেঘালয় হাইকোর্টে এই নিয়ে প্রশ্ন উঠতেই মেঘালয়ের মন্ত্রীসভার সদস্য কির্মেন শিলা দাবি করেন, নদী সংলগ্ন খনিগুলি থেকে প্রতিবছরই অতিরিক্ত বৃষ্টির কারণে প্রচুর কয়লা ভেসে ভেসেই পড়শি রাজ্য অসম ও বাংলাদেশে পৌঁছে যায়। শিলংয়ে একটি সাংবাদিক বৈঠক করে তিনি আরও বলেন, ‘আমার এই যুক্তিকে আমি কোনও মতেই ঢাল করার চেষ্টা করছি না। তবে আমাদের এও মনে রাখা প্রয়োজন। দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়েই হয়।’