Meghalaya Case | সোনমকে আত্মগোপনে সাহায্য করতে অন্য মহিলাকে খুনের পরিকল্পনা! মেঘালয় হানিমুন কাণ্ডে একের পর এক রহস্য!

Friday, June 13 2025, 11:19 am
Meghalaya Case | সোনমকে আত্মগোপনে সাহায্য করতে অন্য মহিলাকে খুনের পরিকল্পনা! মেঘালয় হানিমুন কাণ্ডে একের পর এক রহস্য!
highlightKey Highlights

প্রেমিকা সোনম রঘুবংশীকে আত্মগোপনে সাহায্য করতে অন্য এক মহিলাকে খুন করার পরিকল্পনা ছিল প্রেমিক রাজ কুশওয়াহার।


যেন সিনেমা, প্রেমিকা সোনম রঘুবংশীকে আত্মগোপনে সাহায্য করতে অন্য এক মহিলাকে খুন করার পরিকল্পনা ছিল প্রেমিক রাজ কুশওয়াহার। মেঘালয় হানিমুন কাণ্ডের তদন্তে পুলিশ জানতে পেরেছে, রাজা রঘুবংশীকে খুনের পর সোনম এবং তাঁর প্রেমিক রাজ দু’জনেই বুঝতে পেরেছিলেন খুব বেশিদিন পালিয়ে বেড়ানো সম্ভব নয়। আত্মগোপনের জন্য অন্য এক মহিলাকে খুন করে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার ছক করে সোনমের প্রেমিক রাজ। যাতে মনে হয়, মৃত মহিলাই আসলে সোনম। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে দুই যুগল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File