দেশ

Meghalaya Couple Case | কেবল স্ত্রী সোনমই নন, যুক্ত তার প্রেমিকও! কীভাবে হল খুনের প্ল্যান? মেঘালয়-কাণ্ডে রহস্যের পর রহস্য!

Meghalaya Couple Case | কেবল স্ত্রী সোনমই নন, যুক্ত তার প্রেমিকও! কীভাবে হল খুনের প্ল্যান? মেঘালয়-কাণ্ডে রহস্যের পর রহস্য!
Key Highlights

পুলিশের অনুমান, এই ঘটনায় কেবল সোনম নন, যুক্ত সোনমের প্রেমিক রাজ কুশওয়াহাও।

মেঘালয় কাণ্ডে স্বামী রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তারই স্ত্রী সোনম রঘুবংশীকে। কিন্তু পুলিশের অনুমান, এই ঘটনায় কেবল সোনম নন, যুক্ত সোনমের প্রেমিক রাজ কুশওয়াহাও। পুলিশের দাবি, রঘুবংশীকে রাস্তা থেকে সরানোর মূল প্ল্যান ছিল রাজেরই। কিন্তু খুঁটিনাটি সবই জানতেন সোনম। সূত্রে খবর, বাড়ির চাপে পড়ে রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হলেও প্রেমিক রাজের সঙ্গে সম্পর্ক বজায় রাখেন সোনম। এমনকি হানিমুন ট্রিপে মেঘালয়ে নির্জন ‘ডবল ডেকার ব্রিজ’ এ হাইকিংয়ে গিয়ে রাজাকে খুন করা হবে বলে গাইড নিতে চাননি সোনম।