দেহসৌষ্ঠব নিয়ে একটি ট্যাবু রয়েছে মহিলাদের মধ্যে, বহু বাধা পেরিয়ে অবশেষে ভারতে মহিলাদের জিমপ্রশিক্ষণ
Sunday, April 18 2021, 11:16 am
Key Highlights
পুরুষ এবং মহিলা উভয়েরই শরীরচর্চা করা অত্যন্ত প্রয়োজন।সম্প্রতি তিনি বাংলাদেশের দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় জয়ী হলেন। মাকসুদার সামনেও অনেক বাধা এসেছে। সে সব পেরিয়ে আজ তিনি বহু মহিলার অনুপ্রেরণা হয়ে উঠেছেন ছোট থেকে অবশ্য শরীরচর্চার প্রতি কোনও আলাদা ভাললাগা ছিল না তাঁর। মাকসুদা পড়াশোনার জন্য কয়েক বছর ভারতে ছিলেন। তখনই তিনি সুস্থ থাকার জন্য জিমে যোগ দেন।ক্রমে শরীরচর্চা তাঁর রোজকার অভ্যাসে পরিণত হয়। বাংলাদেশে ফিরে জিম প্রশিক্ষক হয়ে কাজ শুরু করেন তিনি। পাশাপাশি মহিলা বডিবিল্ডার হওয়ার প্রস্তুতিও শুরু করে দেন। কিন্তু এই কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
- Related topics -
- লাইফস্টাইল
- বাংলাদেশ
- বডি বিল্ডার
- ভারত