প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে পা দিয়েই ক্যারম খেলে বাজিমাত করলো হর্ষদ গোথানকর
Tuesday, August 3 2021, 1:37 pm

মহারাষ্ট্রের তরুণের একটি ভিডিও ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেই দুটো হাত তা সত্বেও পা দিয়েই ক্যারম বোর্ডে ঝড় তুলেছেন হর্ষদ গোথানকর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে ক্যারম বোর্ডে থাকা সবকটি ঘুঁটিকে পকেটে ফেলতে দেখা যাচ্ছে হর্ষদকে। ইচ্ছাশক্তি থাকলে যে কোনও প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রাখা যায় তা প্রমাণ করছে হর্ষদের এই ভিডিও। তার এই ভিডিওটি স্বয়ং সচিন তেন্ডুলকর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন৷
- Related topics -
- খেলাধুলা
- ক্যারম
- সোশ্যাল মিডিয়া
- ভাইরাল