Real Madrid vs Man City | রিয়াল ঝড়ে উড়ে গেলো ম্যাঞ্চেস্টার সিটির রক্ষনভাগ, সৌজন্যে এমবাপ্পের হ্যাটট্রিক !

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ম্যাঞ্চেস্টার সিটি। নক-আউট প্লে অফের দুই লেগেই রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হয় প্রিমিয়র লিগ জায়ান্টরা।
ইউরোপের সেরা দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষমেশ জিতলো রিয়াল মাদ্রিদই। সৌজন্যে এমবাপ্পে। বুধবার রাতে পেপ গার্দিওলার দলকে ৩:১ গোলে হারাল রিয়েল মাদ্রিদ। এর হারের জেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। এদিন ম্যাচের ৪, ৩৩ এবং ৬১ মিনিটে তিনখানা গোল করে ম্যাচের ফলাফল নিশ্চিত করেন ফরাসি তারকা এমবাপ্পে। ৯২ মিনিটে গঞ্জালেসের গোল ম্যান সিটিকে আশার আলো দেখালেও শেষরক্ষা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে এটা এমবাপ্পের তৃতীয় হ্যাটট্রিক, চলতি মরসুমে তাঁর গোলসংখ্যা ৭।