BSP | কাল কেড়েছিলেন দলীয় পদ, আজ ভাইপোকে সরাসরি দল থেকে বহিস্কার মায়াবতীর
Monday, March 3 2025, 2:29 pm
Key Highlights২৪ ঘণ্টা আগেই দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। আজ সোমবার ভাইপো আকাশ আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে বহিষ্কার করে দিলেন মায়াবতী।
রবিবার লখনউয়ে বহুজন সমাজ পার্টি (বিএসপি)র বৈঠক হয়। বৈঠকে সমস্ত দলীয় পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে সরিয়ে দিয়েছিলেন পার্টি সুপ্রিমো মায়াবতী। দলের জাতীয় কো অর্ডিনেটর পদে আকাশের পরিবর্তে আনা হয় তাঁর বাবা আনন্দ কুমারকে। একদিন যেতে না যেতেই ভাইপোকে দল থেকেই বহিস্কার করলেন মায়াবতী। আকাশের বিরুদ্ধে অভিযোগ, দলবিরোধী কাজ করছিলেন তিনি। উল্লেখ্য, গত মাসে একই কারণে আকাশের শ্বশুর অশোককে বহিষ্কার করা হয়। এ পরিস্থিতিতে মায়াবতীর উত্তরাধিকারী কে হবেন! উঠছে প্রশ্ন।

