BSP | মন গললো মায়াবতীর! ভাইপোকে বিএসপি জাতীয় সমন্বয়কের মসনদে বসালেন তিনি
Sunday, May 18 2025, 5:00 pm

মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে শুধু দলে ফেরানো নয়, আবার বিএসপি জাতীয় সমন্বয়কের পদে ফেরানো হল।
ভাইপো আকাশের ওপর বিরক্ত হয়ে গত ২ মার্চ দলের দায়িত্ব কেড়ে নিয়েছিলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তবে ৪০ দিনের মাথায় মন গললো তাঁর। ফের আকাশকে দলে ফেরালেন তিনি। রবিবার দিল্লিতে দলীয় কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আকাশ আনন্দকে বিএসপি জাতীয় সমন্বয়কের পদ ফেরত দেওয়া হবে। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে গুরুদ্বায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল পিসির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন আকাশ। তাতে সন্তুষ্ট হয়েছেন মায়াবতী।
- Related topics -
- দেশ
- মায়াবতী
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার