চিনে প্রশিক্ষণ নিচ্ছে দেশের মোস্ট ওয়ান্টেড ৪ জঙ্গি নেতা!

Monday, December 7 2020, 1:19 pm
highlightKey Highlights

ভারত-মায়ানমার সীমান্তে অস্থিরতা তৈরির চেষ্টা করছে চিন। সরকারি এক সূত্রে দাবি, মায়ানমার এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জঙ্গিগোষ্ঠীগুলোকে কাজে লাগিয়ে ছায়াযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে লাল ফৌজ। এবছরেই মায়ানমারের দুই সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড ওয়া স্টেট আর্মি এবং আরাকান আর্মি-কে জঙ্গিগোষ্ঠীর তকমা দেওয়া হয়েছে। চিনের অঙ্গুলিহেলনে মায়ানমারের এই জঙ্গিগোষ্ঠীগুলো উত্তর-পূর্ব ভারতের জঙ্গিগোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করার পাশাপাশি আশ্রয়ের ব্যবস্থাও করে দিচ্ছে। সীমান্ত এলাকা তো বটেই, ভারতের ভিতরে অস্থিরতার পরিবেশ তৈরির জন্য এবং জঙ্গিগোষ্ঠীগুলিকে নানা বিষয়ে আরও মদত করার জন্য অক্টোবরের মাঝেই দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা চিনের কুনমিংয়ে প্রশিক্ষণ নিতে গিয়েছে বলে দাবি। ইতিমধ্যেই মোদী সরকারকে সতর্ক করা হয়েছে বলে ওই সূত্র জানিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File