আইপিএল স্থগিতের পর অবশেষে নিজেদের দেশে ফিরলেন অস্ট্রেলিয়ানরা
Monday, May 17 2021, 7:51 am
Key Highlightsকোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ আছড়ে পরার মাঝপথেই বন্ধ হয়ে যায় আইপিএল। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বাড়ির পথে রওনা হয় খেলোয়াড়রা। ভারতের বাইরে থাকা অন্যান্য দেশ থেকে আসা খেলোয়াড়রা বাড়ি ফিরে গেলেও এদেশেই আটকে ছিলেন অস্ট্রেলিয়ানরা। করোনার জেরেই অস্ট্রেলিয়ার সরকার ভারত থেকে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু অবশেষে স্বস্তি পেলেন গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা। সোমবার সকালে (ভারতীয় সময়) তাঁরা পৌঁছে যান সিডনি। সোমবার ৩৮ জন অস্ট্রেলিয়ান বিসিসিআই-এর চাটার্ড বিমানে করে নিজেদের দেশে ফিরলেন। এখন অবশ্য কিছুদিন হোটেলে কোয়ারেন্টাইন এ থাকতে হবে তাঁদের।