Matsya 6000 | ডিপ সি এক্সপ্লোরেশনের লক্ষ্যে এগোলো ভারত! ডিসেম্বরেই পরীক্ষা হবে ‘মৎস্য ৬০০০’এর
Monday, December 16 2024, 4:59 pm
Key Highlights
চলতি বছরের শেষ সপ্তাহে সমুদ্রযানের প্রাথমিক পরীক্ষা হতে চলেছে। চেন্নাই বন্দরে পরীক্ষা করা হবে সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’এর।
অতি গভীর সমুদ্রের রহস্য উন্মোচন করতে চলেছে ভারত। ডিপ সি এক্সপ্লোরেশনের সেই লক্ষ্যেই আরও এক কদম এগোলো দেশ। সূত্রের খবর, চলতি বছরের শেষ সপ্তাহে সমুদ্রযানের প্রাথমিক পরীক্ষা হতে চলেছে। চেন্নাই বন্দরে পরীক্ষা করা হবে সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’এর। ১৫ মিটার গভীরে এটির প্রাথমিক পরীক্ষা করা হবে। একে পরিকাঠামোগত ভাবে বলা হচ্ছে ওয়েট টেস্ট। ডিসেম্বরের শেষ সপ্তাহে এই পরীক্ষা হতে পারে।এটা সফল হলে ২০২৫ সালে অগভীর জলে একবার এর পরীক্ষা হবে। তারপরে ২০২৬ সালে কোনও মানুষ ছাড়াই ডিপ সিটেস্ট করানো হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- অন্যান্য
- মৎস্য ৬০০০