SSC | 'সুপ্রিম' রায়ে চাকরিহারা ‘মাস্টার-পাড়া’, মামাভাগ্নে গ্রামে চাকরি খুইয়েছেন শতাধিক শিক্ষক-শিক্ষিকা

Friday, April 4 2025, 8:42 am
highlightKey Highlights

উত্তর ২৪ পরগনার বাগদার মামাভাগ্নে গ্রামে চাকরি হারিয়েছেন শতাধিক শিক্ষক শিক্ষিকা।


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে সারিতে উঠে এসেছিল একটি নাম 'সৎ রঞ্জন'। এই সৎ রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। উত্তর ২৪ পরগনার বাগদার মামাভাগ্নে গ্রামে থাকতো এই চন্দন মণ্ডল। চন্দনের হাত ধরে ওই এলাকায় ১০০রও বেশি যুবক চাকরি পেয়েছিলো। কেউ ছিলেন শিক্ষক, কেউ আবার শিক্ষাকর্মী। সূত্রের খবর, এক একজনের চাকরির জন্য ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছিল চন্দন। সুপ্রিম কোর্টের রায় বেরোতেই আলো নিভেছে মাস্টার গ্রামের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File