Europe Power Outage | স্পেন-ফ্রান্স-পর্তুগালে একসঙ্গে লোডশেডিং! বন্ধ প্লেন, ট্রেন, মেট্রো থেকে রাস্তার সিগন্যাল!

Monday, April 28 2025, 2:44 pm
highlightKey Highlights

সোমবার হঠাৎ করেই কারেন্ট চলে যায় স্পেন, ফ্রান্স এবং পর্তুগালের বিস্তীর্ণ অংশে। বন্ধ হয়ে যায় সে দেশের ট্রাফিক লাইট, এয়ারপোর্টের আলো।


এক সঙ্গে তিনটি দেশে লোডশেডিং! সোমবার হঠাৎ করেই কারেন্ট চলে যায় স্পেন, ফ্রান্স এবং পর্তুগালের বিস্তীর্ণ অংশে। বন্ধ হয়ে যায় সে দেশের ট্রাফিক লাইট, এয়ারপোর্টের আলো। ব্যহত হয় ট্রেন এবং মেট্রো চলাচল। ট্র্যাফিক লাইট বিকল হওয়ার দুর্ঘটনার ঝুঁকি তৈরী হয়েছে, ফলে ধীর গতিতে গাড়ি চালানোর, জনগণকে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে পর্তুগাল পুলিশ। পর্তুগালের গ্রিড অপারেটর রেডস এনার্জেটিকাস ন্যাসিওনাইস জানিয়েছে, সোমবার ভোরে পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File