আন্তর্জাতিক

ভয়াবহ অগ্নিকাণ্ড চিনের এক বহুতলে, রয়েছে ব্যাপক ক্ষতির সম্ভাবনা

ভয়াবহ অগ্নিকাণ্ড চিনের এক বহুতলে, রয়েছে ব্যাপক ক্ষতির সম্ভাবনা
Key Highlights

শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল মধ্য চিনের চাংশা এলাকা। ওই এলাকার একটি বহুতলে আগুন লাগে।

চাংশায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করেছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন নেভার পরেই এই বিষয়ে তদন্ত করা সম্ভব বলে চিনের দমকল বাহিনী সূত্রের খবর। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষয়ে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! অগ্নিকাণ্ডের জেরে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে

চিনের এই বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে বহুতলের ভিতরে কমলা রঙের আগুন দেখতে পাওয়া যাচ্ছে। বহুতলে অগ্নিকাণ্ডের একাধিক ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাস হয়েছে। সেখানে দেখা গিয়েছে, টাওয়ারের বাইরের অংশটি কালো হয়ে গিয়েছে। একাধিক ভিডিওতে চিনের দমকল বাহিনীর কর্মীদের ভয়াবহ আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গিয়েছে। ইতিমধ্যে বহুতলে আটকে পড়া নাগরিকদের উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভির একটি ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে, আকাশ ছোঁয়া একটি বহুতল থেকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপর উঠছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ঘটনায় চিনের এই বহুতলের একাধিক ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই বহুতলে চিনের সরকারি টেলিকমিউনিকেশন সংস্থার দফতর রয়েছে। তবে এই দফতরটি ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।