Darjeeling | শৈলশহরে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই বন দফতরের ৮টি স্টাফ কোয়ার্টার

Thursday, July 31 2025, 6:21 am
highlightKey Highlights

কাকঝোরা রেঞ্জে অবস্থিত বন দফতরের স্টাফ কোয়ার্টারে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে।


বুধবার গভীর রাতে ভয়ংঙ্কর অগ্নিকান্ড দার্জিলিংয়ে। প্রত্যক্ষদর্শী ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, কাকঝোরা রেঞ্জে অবস্থিত বন দফতরের স্টাফ কোয়ার্টারে হঠাৎ আগুন লাগে। প্রথমে একটি খালি স্টাফ কোয়ার্টারে আগুনের সূত্রপাত হয়। অধিকাংশ আবাসন কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত আশেপাশের কোয়ার্টারে ছড়িয়ে যায়। বন দফতর সূত্রে খবর, অন্তত আটটি স্টাফ কোয়ার্টার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশনাল ফরেস্ট অফিসারের দফতরও। দ্রুত দার্জিলিং দমকল বিভাগের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File