টোকিও অলিম্পিক্স ২০২১: আইওএ-এর তরফে জারি হল বিবৃতি; ঘোষিত হল পতাকা বহনকারীদের নাম
Monday, July 5 2021, 1:12 pm
Key Highlightsআগামী ২৩শে জুলাই, ২০২১ মাল্টি স্পোর্টস ইভেন্টের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী আসর অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে টোকিও-র মাটিতে। আগামী ৮ই অগাস্ট, ২০২১ অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (IOA)-এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, এবছরের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন কিংবদন্তি বক্সার এমসি মেরি কম এবং জাতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং ভারতের পতাকা বহন করবেন। অন্যদিকে অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানের সময় ভারতের তেরঙা থাকবে কুস্তিগীর বজরং পুনিয়ার-এর হাতে। পাশাপাশি এও জানিয়েছেন, এই বছর ভারতের মোট ১২৬ জন অ্যাথলিট ও ৭৬ জন আধিকারিক অলিম্পিক্সে যাচ্ছেন।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- জাতীয় পতাকা

