মোদীর প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভাইরাল টুইটে কী বললেন মার্টিনা নাভ্রাতিলোভা?
Monday, October 11 2021, 1:52 pm
Key Highlightsমোদী সরকারের কট্টর সমালোচক বলেই পরিচিত মার্টিনা নাভ্রাতিলোভা। তিনি বহু বার বিজেপি সরকারের সমালোচনায় মুখ খুলেছেন। তবে এবার কিছু না-বলেই অনেক কথা বলে ফেললেন মার্টিনা। আমেরিকার প্রাক্তন টেনিস তারকা মার্টিনার সাম্প্রতিক টুইটের লক্ষ্য অবশ্য ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শাহের করা সেই টুইটে ছিল মোদীর প্রশংসা। ফলে তিনি যে ঘুরিয়ে প্রধানমন্ত্রীকেও নিশানায় এনেছেন,অনেকেই তা মনে করছেন। নিজের ইঙ্গিতপূর্ণ টুইটে বিশেষ কিছুই বলেননি ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তা সত্ত্বেও তাতে মজেছেন টুইটার ব্যবহারকারীরা।
- Related topics -
- দেশ
- নরেন্দ্র মোদি
- বিজেপি
- অমিত শাহ
- মার্টিনা নাভ্রাতিলোভা

