Mark Zuckerberg | বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির স্থান পেলেন মার্ক জুকারবার্গ, ২০০ বিলিয়নের গন্ডি ছাড়ালো মেটা কর্তার সম্পদের পরিমাণ
Monday, September 30 2024, 11:36 am
Key Highlightsআনুষ্ঠানিকভাবে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তকমা পেলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ।
আনুষ্ঠানিকভাবে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তির তকমা পেলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। তাঁর সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ছাড়িয়েছে। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, জুকারবার্গের সম্পদ এখন ২০১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি করে তুলেছে। জুকারবার্গের আগে বিশ্বের ধনী ব্যক্তি হিসেবে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (২১১বিলিয়ন), LVMH চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট (২০৭ বিলিয়ন), এবং টেসলার এলন মাস্ক (২৭২ বিলিয়ন)। জুকারবার্গের সম্পদের সিংহভাগ এসেছে মেটা থেকে।
- Related topics -
- মার্ক জুকারবার্গ
- মেটা
- অন্যান্য
- সাফল্যের কাহিনী
- বাণিজ্য

