Mark Carney | কানাডায় টানা চতুর্থবার জয়ী লিবারেল পার্টি! আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি!
Tuesday, April 29 2025, 7:59 am
Key Highlightsকানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে পরাজিত করে টানা চতুর্থবার জয়ী হলো লিবারেল পার্টি।
কানাডায় ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে পরাজিত করে টানা চতুর্থবার জয়ী হলো লিবারেল পার্টি। সেই সঙ্গে আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। অটোয়ার কাছে নেপিয়ান আসনে বিপুল ভোট জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী কার্নি। সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী কানাডার সংসদে ৩৪৩টি আসনের মধ্যে অধিকাংশেই জয় পেয়েছে কার্নির লিবারেল পার্টি। সর্বশেষ ভোট গণনার তথ্য অনুযায়ী, ৩৪৩ আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৬২ আসন এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৯ আসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- কানাডা
- প্রধানমন্ত্রী

