Marital Rape | 'বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার প্রয়োজন নেই', ‘ম্যারাইটাল রেপ’ নিয়ে শীর্ষ আদালতে হলফনামা জমা কেন্দ্রের
Thursday, October 3 2024, 2:41 pm
Key Highlights
‘ম্যারাইটাল রেপ’ বা বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার প্রয়োজন নেই, এমনই মন্তব্য কেন্দ্রের।
‘ম্যারাইটাল রেপ’ বা বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার প্রয়োজন নেই, এমনই মন্তব্য কেন্দ্রের। বর্তমানে ধর্ষণ বিরোধী যে আইন আছে, সেটাই যথেষ্ট বলে মনে করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই সব মামলার শীর্ষ আদালত পর্যবেক্ষণও দিয়েছে। তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে এই বিষয়ে হলফনামা জমা দিয়ে বলে, বৈবাহিক ধর্ষণকে যদি অপরাধ হিসেবে চিহ্নিত করতেও হয়, সুপ্রিম কোর্টের সেটা করা ঠিক নয়।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত
- ক্রাইম
- ধর্ষণ
- কেন্দ্রীয় সরকার