Chhattisgarh | ছত্তিশগড়ে আত্মসমর্পন ১৩ মহিলা সহ ২১ জন মাওবাদীর! শান্ত কাঁকের

এ দিন ছত্তিশগড়ের কাঁকের জেলায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন ২১ জন মাওবাদী সদস্য।
ফের দফায় দফায় আত্মসমর্পণ মাওবাদীদের। রবিবার ছত্তিশগড়ের কাঁকের জেলায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন ২১ জন মাওবাদী সদস্য। তাঁদের মধ্যে ১৩ জন মহিলা। তাদের মধ্যে বিভাগীয় কমিটির সম্পাদক মুকেশ এবং সদস্য রাজু ও কৈলাশ রয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনটি AK-47, দুটি ইনসাস রাইফেল এবং চারটি বন্দুক সহ মোট ১৮টি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন ওই মাওবাদী সদস্যরা। ছত্তিসগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা জানিয়েছেন, মাওবাদী সদস্যদের পুনর্বাসনের জন্য বিশেষ প্রকল্পের আওতাতেই তারা অস্ত্র সমর্পণ করেছে।
- Related topics -
- দেশ
- ছত্তীসগঢ়
- মাওবাদী হামলা
- মাওবাদী
- হামলা
- আত্মসমর্পন
- ভারত
