Jharkhand | এই নিয়ে তৃতীয়বার মাওবাদী হামলা ঝাড়খণ্ডে, বোমা বিস্ফোরণে নিহত ১ জওয়ান, আহত ১

ঝাড়খণ্ডের চাইবাসায় মাওবাদী হামলা। এই হামলায় শহিদ হয়েছেন সুনীল কুমার মণ্ডল, পাশাপাশি আহত জওয়ানের নাম পার্থপ্রতিম দে।
ঝাড়খণ্ডের চাইবাসায় মাওবাদী হামলায় শহীদ হলেন এক জওয়ান। সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার পশ্চিম সিংভূম জেলার ছোটানাগরা থানার অন্তর্গত মারাংপোঙ্গার এলাকায় টহল দিচ্ছিল সিআরপিএফ জওয়ানরা। এই সময় মাওবাদীরা আগে থেকে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে গুরুতর আহত হন দুই সিআরপিএফ জওয়ান সুনীল কুমার মণ্ডল ও পার্থপ্রতিম দে। এয়ারলিফট করে তাঁদের রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শহিদ হয়েছেন সিআরপিএফের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডল।