Bijapur | ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী-সেনার সংঘর্ষ! গোলাগুলিতে শেষ ২ মাওবাদী, শহীদ একজন DRG!

Thursday, March 20 2025, 8:33 am
highlightKey Highlights

ছত্তিশগড়ের বিজাপুরে ডিআরজি জওয়ান ও দুই সন্দেহভাজন মাওবাদীর মৃত্যু সংঘর্ষে; অস্ত্র উদ্ধার।


ছত্তিশগড়ের বিজাপুরের জঙ্গলে চললো তীব্র গুলির লড়াই। সংঘর্ষে দুই সন্দেহভাজন মাওবাদী এবং একজন জেলা রিজার্ভ গার্ড (DRG) সেনা জওয়ান শহিদ হয়েছেন। পুলিশ সূত্রে খবর, বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী জঙ্গলে সকাল ৭টায় রুদ্ধশ্বাস গুলি যুদ্ধ শুরু হয়। নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল গঙ্গালুর থানা এলাকার অধীনে মাওবাদী দমন অভিযান পরিচালনা করছিল। সেই সময়ই গোলাগুলি শুরু হয়। জানা গিয়েছে, মৃত দুই মাওবাদীর থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File