Commonwealth Games 2026 | কমনওয়েলথ গেমস থেকে বাদ হকি, ব্যাডমিন্টন, কুস্তির একাধিক মতো খেলা! কমল ভারতের পদক জয়ের সম্ভাবনা

Tuesday, October 22 2024, 9:37 am
Commonwealth Games 2026 | কমনওয়েলথ গেমস থেকে বাদ হকি, ব্যাডমিন্টন, কুস্তির একাধিক মতো খেলা! কমল ভারতের পদক জয়ের সম্ভাবনা
highlightKey Highlights

২০২৬ কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেটের মতো একাধিক খেলা।


২০২৬ এর কমনওয়েলথ গেমসে পদক জয়ের আশা অনেকটাই কমে গেলো ভারতের। কারণ ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে  হকি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, কুস্তি, ক্রিকেটের মতো একাধিক খেলা। মূলত বাদ যাওয়া এসব খেলাগুলিতেই পারদর্শী ভারত। কিন্তু কেন বাদ গেল এই খেলাগুলি? ২০২৬ এর কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয় গ্লাসগোকে। তাদের দাবি, এই প্রতিযোগিতাগুলো বাদ দিলে গোটা প্রতিযোগিতা আয়োজনের সময় কমবে, খরচও বাঁচবে। এভাবে মাত্র ১০টি খেলাকে রাখা হয়েছে প্রতিযোগিতায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File