Paris Olympic 2024 | আরও এক পদক জয়ের লক্ষ্যে মনু ভাকের! মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন মনু
Friday, August 2 2024, 1:19 pm
Key Highlightsঅলিম্পিকে আরও এক পদক জয়ের আশা ভারতের। এবার ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন মনু ভাকের।
অলিম্পিকে আরও এক পদক জয়ের আশা ভারতের। এবার ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন মনু ভাকের। র্যাপিড রাউন্ডে ২৯৬ পয়েন্ট স্কোর করেন মনু। দুই পর্বের শেষে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৫৯০। উল্লেখ্য, এখনও পর্যন্ত অলিম্পিক্সে ৩টি পদক জিতেছে ভারত। আর এই তিনটি পদকের মধ্যে দুটোই জিতেছেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ,পরে সরবজোৎ সিংয়ের সঙ্গে মিলে মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এবার শনিবার দুপুর ১টায় হ্যাট-ট্রিকের লক্ষ্যে নামবেন মনু।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স

