Kasba Case | কড়ায় গন্ডায় মাইনে ফেরত দিতে হবে মনোজিৎকে! জানালো আইন কলেজ
Wednesday, July 2 2025, 5:29 am

মঙ্গলবার কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতি ঠিক করেছে, শিক্ষাকর্মীর চাকরি বাবদ যে অর্থ মনোজিৎ কলেজ থেকে এতদিনে পেয়েছে, তা তাকে ফেরত দিতে হবে।
সোমবার কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আইন কলেজের অস্থায়ী শিক্ষাকর্মীর চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। মঙ্গলবার পরিচালন সমিতির বৈঠক শেষে কলেজের গভর্নিং বডি জানিয়েছে, শিক্ষাকর্মীর চাকরি বাবদ যে মাইনে এতদিন মনোজিৎ পেয়েছে তা তাকে কড়ায় গন্ডায় ফেরত দিতে হবে। পাশাপাশি অপর দুই অভিযুক্ত ছাত্র প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদ যাতে অন্য কোনও কলেজে আর ভর্তি না হতে পারে, সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে জানিয়েছে কলেজের গভর্নিং বডি।