Manoj Kumar Agarwal | রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পদে বহাল হলেন মনোজকুমার আগরওয়াল, ২০২৬ ভোটের দায়িত্ব সামলাবেন তিনি
Saturday, March 29 2025, 4:14 am

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজকুমার আগরওয়ালকে নিয়োগ করল নির্বাচন কমিশন।
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে মনোজকুমার আগরওয়ালকে নিয়োগ করল নির্বাচন কমিশন। এর আগে মনোজবাবু উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের সচিব ছিলেন। বনবিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্বও সামলেছেন তিনি। বর্তমানে তিনি রাজ্যের অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কাজ করছেন। উল্লেখ্য,গত ডিসেম্বরে এই পদ থেকে অবসর নিয়েছিলেন আরিজ আফতাব। তারপর থেকে ভারপ্রাপ্ত সিইও হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- নির্বাচন কমিশন
- নির্বাচন