Manipur Violence | মনিপুরে ফের অশান্তি, পুলিশ-কুকি জনজাতি সংঘর্ষে মৃত ১, বন্ধের ডাক এলাকায়, মোতায়েন সেনা

কাংপোকপি জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক যুবকের মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মণিপুর। এই ঘটনায় বনধের ডাক দিয়েছে কুকি সম্প্রদায়।
গত শনিবার মণিপুরে বাস পরিষেবা চালুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। সামাল দিতে গিয়ে পুলিশ ও কুকি সম্প্রদায়ের সংঘর্ষে নিহত হয় ১ বিক্ষোভকারী কুকি যুবক। আহত অন্তত ২৭ পুলিশকর্মী। দুই দলের মোট ৪০ জন আহত হয়েছে। এরপরই অনির্দিষ্টকালের জন্যে বনধের ডাক দেওয়া হয় কুকি অধ্যুষিত অঞ্চলে। রবিবার সকাল থেকে থমথমে মণিপুরের কাংপোকপি জেলা। পরিস্থিতি সামাল দিতে হিংসা উপদ্রুত এলাকায় বিপুল সংখ্যায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে সেনারা।
- Related topics -
- দেশ
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- মনিপুর
- পুলিশ
- কেন্দ্রীয় বাহিনী