দীর্ঘদিনের সহকর্মী মানিক মজুমদারের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী, গতকালই সম্পন্ন হলো শেষকৃত্য।
Sunday, January 3 2021, 11:36 am
Key Highlightsগতকালই সম্পন্ন হল মানিক মজুমদারের শেষকৃত্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন তিনি। গত ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হন তিনি। ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। শনিবার চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা শ্মশানে। জানা গিয়েছে, ডিসেম্বর মাসের শেষের কোভিড রিপোর্ট পজিটিভ হয় মানিকের। করোনায় আক্রান্ত হওয়ার পর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সঙ্গে সেরিব্রাল ও ম্যালেরিয়াও হয় বলে হাসপাতাল সূত্রে খবর। কিন্তু শেষরক্ষা হল না। গতকাল সকালে পৌনে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানিক মজুমদার।
- Related topics -
- রাজ্য
- মুখ্যমন্ত্রী
- মমতা ব্যানার্জী
- মানিক মজুমদার

