শুধুই EPL জয় নয় পেপ্ এর নজর এখন চ্যাম্পিয়ান্স লিগ এর মুকুটে
Wednesday, May 12 2021, 12:54 pm
Key Highlightsলেস্টার সিটির কাছে ২-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়ায় পাঁচবারের জন্য 'প্রিমিয়ার লিগ' জয়ী হলো পেপ্ গুয়ার্দিওলা ম্যানচেস্টার সিটি। তিন ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের রং নীল নিশ্চিত করে দিলো ২০ বার ইংল্যান্ড চ্যাম্পিয়ান হওয়া লাল বিগ্রেড অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড। গুয়ার্দিওলার নীল ব্রিগেডরা কিন্তু শুধুমাত্র প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ান হবার আনন্দেই মেতে নেই তাঁদের মূল লক্ষ্য ৩০ শে মে রাত ১২:৩০ টা (ভারতীয় সময়) টমাস ট্রুসেলের চেলসিকে হারিয়ে প্রথমবার 'চ্যাম্পিয়ান্স লিগ' জয়ের স্বাদ উপভোগ করা।